অবরুদ্ধ সত্য, পরাজিত জীবন ও নিপীড়িত মানবতার মুক্তি ও বিজয়ের লক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ বি- বাড়িয়া জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও সালাতু সালাম মাহফিল।
আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার অংগীকার করলেন বি- বাড়ীয়ার সকল পীর আলেম শিক্ষাবিদ বুদ্ধীজীবিগন:
================================
গত ২১ শে জুন ২০১৮ বি- বাড়ীয়া জেলা শাখার উদ্যোগে বাতেল জালেম অপশক্তির কবল থেকে প্রানপ্রিয় কেবলা ভূমি পুনরূদ্ধার এবং দ্বীন মিল্লাত মুক্তির লক্ষ্যে ঈদ পূনর্মিলনী ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা ও খেলাফতে ইনসানিয়াত (Sovereignty of life & state & world of humanity) তথা জীবনের সার্বভৌমত্বের ভিত্তিতে সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও মানবিক সাম্যের ভিত্তিতে সর্বজনীন মানবাধিকারের রূপরেখায় মুক্ত মানবতার অখন্ড প্রাকৃতিক বিশ্বব্যবস্থার দিকদর্শন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক : আল্লামা ইমাম হায়াত।
এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হক আল আজাদী ( অধ্যক্ষ, আউলিয়ানগর কামিল মাদ্রাসা- বিজয়নগর)
বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয়নেতা মাওলানা গোলাম সাদেকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন:
১। আল্লামা শেখ রায়হান রাহবার ( মহাসচিব, বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব)
২। সুফী মোর্শেদ শাহ ( কেন্দ্রীয় নেতা, বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব)
৩। ড: আতাউর রহমান মিয়াজী ( চেয়ারম্যান : ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)
৪। ড: আব্দুল্লাহ আল মারুফ ( আরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)
৫। ড: আব্দুল কাদির ( আরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)
৬। ড: আহসানুল হাদী ( সহকারী অধ্যাপক, ফারসী ভাষা ও সাহিত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়)
৭। ড: নুরুন্নবী (লেকচারার, এশিয়ান ইউনিভার্সিটি, ঢাকা।)
৮। ড: জাফরুল কুদ্দুস গালিব ( পীর, মাছিহাতা দরবার শরীফ, বি- বাড়ীয়া)
৯। পীরে ত্বরিকত মাওলানা শহিদুল্লাহ জিহাদী ( সরাইল)
১০। মাওলানা একরাম হোসেন ( অধ্যক্ষ, ভাদুঘর ডি এস কামিল মাদ্রাসা, বি – বাড়ীয়া)
১১। মাওলানা আলমগীর হোসাইন ( অধ্যক্ষ, মোহাম্মদপুর কামিল মাদ্রাসা, বিজয়নগর)
১২। মাওলানা আবুল কালাম ( অধ্যক্ষ, ঘাটিয়ারা আলীম মাদ্রাসা, বি বাড়ীয়া)
১৩। মাওলানা আব্দুল কাহার (অধ্যক্ষ, চাপুইর সিনিয়র আলীম মাদ্রাসা, বি- বাড়ীয়া)
১৪। মাওলানা তাজুল ইসলাম ( অধ্যক্ষ, রানীহার আলীম মাদ্রাসা, আখাউড়া )
১৫। মাওলানা মহিউদ্দিন মোল্লা ( অধ্যক্ষ, চর ইসলামপুর আলীম মাদ্রাসা, আশুগঞ্জ)
১৬। মাওলানা মোবারক সাহেব ( অধ্যক্ষ, কাছাইট মাদ্রাসা, বি- বাড়ীয়া)
১৭। মাওলানা সুলতান ( বড় হরন আলীম মাদ্রাসা, বি- বাড়ীয়া)
১৮। মাওলানা আহসানুল্লাহ ( অধ্যক্ষ, নাসিরনগর কচুয়া আলীম মাদ্রাসা, নাসিরনগর)
১৯। মাওলানা জহিরুল ইসলাম ( অধ্যক্ষ, নাসিরনগর)
২০। মাওলানা গাজী জাবের আল মনসুর মোল্লা ( প্রভাষক, ভাদুঘর ডিএস কামিল মাদ্রাসা, বি- বাড়ীয়া)
২১। মাওলানা আবু তৈয়ব মুজাহিদি সাহেব ( খতিব : ফান্দ্রাইল জামিলা চৌধুরী শাহী ইদগাহ, হবিগঞ্জ) প্রমুখ।