==================
রমজান ধারণ করে আছে মহান বদরের জিহাদে আউয়ালের শিক্ষা, যে শিক্ষা ভুলে বা বাদ দিয়ে কোন আমল কিম্বা ঈমানী দ্বীনি জীবনই হতে পারে না। যা কিছু কায়েম করার জন্য এবং যা কিছু উৎখাত করার জন্য বদর-ওহোদ-সিফফিন-কারবালা তার উত্তরাধিকারই ঈমানী দ্বীনি জীবন এবং দয়ায়ম আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের প্রেম ও নৈকট্য সাধনা।
সত্যকে উৎখাতে দৃঢ় প্রতিজ্ঞ হাজার কাফেরের সশস্ত্র হিংস্র খুনী বাহিনীর আগ্রাসনের মুখে প্রিয়নবী যখন সংখ্যায়ও নগণ্য বাহ্যিকভাবে দূর্বল অস্ত্রহীন অসহায় সাহাবায়েকেরামের কাছে পরিস্থিতি বর্ণনা করে মতামত জানতে চাইলেন হজরত সায়াদ ইবনে মাআজ রাদিআল্লাহু আনহু, “হে পরম দয়াময় আল্লাহতায়ালার মহান রাসুল, আমরা আপনার উপর ঈমান এনেছি, আপনাকে সত্য জেনেছি, দয়ায়ময় আল্লাহতায়ালার উদ্দেশ্যে আপনার হয়ে গিয়েছি, আপনার প্রেম ও আনুগত্যে উৎসর্গীকৃত হয়েছি, আপনার সিদ্ধান্তই আল্লাহতাআলার সিদ্ধান্ত এবং আমাদের সিদ্ধান্ত। আপনি যদি সাগরেও ঝাঁপ দেন আমরাও আপনার সাথে সাগরে ঝাঁপ দেব, আমাদের একজনও পিছনে থাকবে না”।
এভাবে মহান মকবুল সাহাবায়েকেরাম শুধু পানাহার কিম্বা সাধারণ বিষয় ত্যাগ নয়, দয়াময় আল্লাহতাআলা ও তাঁর প্রিয়তম হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের প্রেম ও নৈকট্য সাধনায় দ্বীন-মিল্লাত-মানবতা রক্ষায়, বাতেল-জালেম-অপশক্তির প্রতিরোধে প্রয়োজনে জীবন ও জীবনের সবকিছু ত্যাগ করে জীবন উৎসর্গ করে ঈমানের পবিত্র কলেমার ধারক হয়ে গেছেন।
===========================
– আল্লামা ইমাম হায়াত
(বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক)।