রমজানুল মোবারক শুধু রোজা নয় ?

  • 20-04-2021

রমজানুল মোবারক শুধু রোজা নয়,

* মহিমান্বিত লাইলাতুল কদর তথা কোরআনুল করীম নাজিলের মাধ্যমে মহামহিম শানে রেসালাতের প্রকাশ তথা ইসলামের সূর্যোদয়-

* জীবন বিণাশী সকল অপশক্তি থেকে মুক্তির প্রভাত-

* সকল আলোর উৎস জীবনের মূল শানে রেসালাতের সংযোগের মাধ্যমে পরম দয়াময় মা’আবুদের সম্পর্কের অভিযাত্রা-

* আত্মার আলো- জীবনের দিশা- অধিকার- মালিকানা- স্বাধীনতা- বিকাশ- সমৃদ্ধি সাফল্যের পথ প্রাপ্তি-

যা আজ হারিয়ে গেছে ছিনিয়ে নিয়েছে, বিকৃত অপূর্ণাংগ ও উৎখাত করে ফেলেছে বিভিন্ন বাতিল অপশক্তি ও তাদের সহযোগী দোসরগণ।

যার পুনরুদ্ধার ও পুনঃপ্রতিষ্ঠার একমাত্র উপায় ইসলামের মূল ধারা আহলে সুন্নাতের দিশারী সংগঠন ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট এবং বস্তুর উর্ধ্বে জীবনসত্যের ভিত্তিতে সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মুক্ত মানবতার অখন্ড বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত (representative authority of life & humanity beyond any discrimination, flow of truth & wealth, structure of right & freedom, state and world of peace-safety & universal humanity under light of divine values; given by beloved holy Rasul) এর লক্ষ্যে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন।

================

– আল্লামা ইমাম হায়াত

ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট
ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন

শেয়ার করুন :
পূর্ববর্তী পোস্ট

রমজানের ঈমানী সতর্কতা

পরবর্তী পোস্ট

আসসালামু আলাইকুম,