মহান সাহাবী হজরত খোবায়েব রাদিআল্লাহু আনহুকে মক্কার কাফের মুশরিক বস্তুবাদীগণ আটক করে হত্যার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করে মুক্তির জন্য তাদের একের পর এক সব শর্ত প্রত্যাখানের পর শেষ সুযোগ দিয়ে বললো,”যদি তোমার রাসুলকে শুধু একটু নিন্দা কর তাহলে তোমার মুক্তি, তোমাকে আমরা হত্যা করবো না, এখনই ছেড়ে দেবো”, সাইয়েদেনা হজরত খোবায়েব রাদিআল্লাহু আনহু বললেন,
“ঈমানের খেলাফ করে আল্লাহতাআ’লার রাসুলের নিন্দা করে বাঁচবো না বরং তাঁর হয়ে তাঁর প্রশংসায় জীবন দেবো ঈমান দ্বীন নিয়ে আর এটাই আমাদের জীবন”।
তিনি শাহাদাত বরণ করলেন দয়াময় আল্লাহতাআ’লা ও তাঁর হাবীব সাল্লালাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের পথে অটল থেকে মহিমা প্রশংসা গেয়ে গেয়ে, মিথ্যার কাছে আত্মসমর্পণ না করে, এটাই আত্মা ও জীবনের প্রকৃত রোজা- সাধনা ও জীবনের বিজয়, যাঁদের মহা ত্যাগ ও সাধনার বলে দুনিয়ায় বিজয়ী হয়েছিলো সত্যের দ্বীন, পরাজিত হয়েছিলো মিথ্যা – জুলুম – পাশবতার বিনাশী ধারা।
=======================================
– সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা
(বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক।)