অপশক্তির গ্রাসে নিপতিত দ্বীন-মিল্লাত–মানবতা মুক্তি সাধানায় রমজানের শিক্ষায় মুমিনের জরুরী দায়িত্ব

  • 16-06-2018

*সালাত-সিয়াম-হজ্জ সকল এবাদত,আমল ও জিন্দেগীর সব কিছু তথা সমগ্র জিন্দেগী কবুল হওয়ার শরিয়তগত পূর্বশর্ত ও মূল বিষয় একমাত্র ঈমান। ঈমানের পূর্বশর্ত সকল বাতেল মতপথ থেকে মুক্ত হয়ে দয়াময় আল্লাহতাআলার উদ্দেশ্যে পূর্ণরুপে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের হয়ে যাওয়া তথা পূর্ণ বিশ্বাস ও সর্বোচ্চ হ্রদয়পূর্ণ তাজিম সহকারে সবার উর্ধ্বে প্রাণের উর্ধ্বে প্রিয়নবীর ভালবাসা তথা মহান প্রিয়নবীর জন্য জীবন সদা উৎসর্গকৃত থাকা এবং জীবনের সকল দিকে মহান প্রিয়নবীর দেয়া পথ তথা দ্বীনের পূর্ণাংগ ধারায় বিশ্বস্ত থাকা।সৎ গুণাবলীর ধারক হওয়া ও অসৎ স্বভাবসমূহ থেকে মুক্ত হওয়া এবং হারাম থেকে মুক্ত হালাল উপার্জন সম্পদও এবাদত ও জীবন কবুল হওয়ার জরুরী শর্ত। ঈমানের পর জীবন ও এবাদত আমল কবুল হওয়ার অছিলা প্রকৃত মহান আওলিয়া কেরামের দোয়া এবং হাকীকী শর্ত মহান প্রিয়নবীর শাফায়াত ও আল্লাহতাআলার রহমত।

*ঈমান- দ্বীন ও জীবনের শত্রু বাতেল জালেম অপশক্তির তথা ইসলামের ছদ্মনামধারী বাতেল ফেরকা ও অন্যান্য ধর্মের ছদ্মনামে বিকৃত উগ্র অধর্ম অন্যায়, বস্তুবাদী মতবাদ ও তাদের সৃষ্ট সত্য ও ন্যায় উৎখাতকারী মানবতা বিধ্বংসী স্বৈরদস্যু রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থার বিরুদ্ধে নিজের অবস্থান না থাকলে,এদের কবল থেকে আত্মা-জীবন-দ্বীন-মানবতা রক্ষা ও মুক্তির সাধনায় যুক্ত না থাকলে অর্থাৎ ঈমানী দায়িত্ব ও ঈমানী সংগ্রামে প্রত্যক্ষ বা পরোক্ষ শরিক না থাকলে, দ্বীনের পূর্ণাংগ ধারায় আত্মিক রাজনৈতিক সব দিকে নিজের পথে এগিয়ে না গেলে,কেবল বিচ্ছিন্নভাবে রোজা বা কোন বাহ্যিক আমল বা নিছক তরিকতের অজিফা দিয়ে কোন অপশক্তির কবল থেকে জীবন মুক্ত হবে না,দ্বীন ও জীবনের লক্ষ্য অর্জিত হবে না,ফলে জীবন ও দুনিয়ার উপর বাতেল জালেম অপশক্তিই কায়েম থাকবে যার প্রতিফল সর্ববিণাশী।

*ঈমান ও দ্বীনের প্রকৃত ও পূর্ণাংগ ধারা রক্ষায় ও প্রতিষ্ঠায় বিশ্ব সুন্নী আন্দোলন ছাড়া কোন পথ নেই এবং জীবন ও মানবতা রক্ষায় ও প্রতিষ্ঠায় খেলাফতে ইনসানিয়াত (Sovereignty of life & state & world of humanity)তথা জীবনের সার্বভৌমত্বের ভিত্তিতে সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও মানবিক সাম্যের ভিত্ততে সর্বজনীন মানবাধিকারের রুপরেখায় মুক্ত মানবতার অখন্ড প্রাকৃতিক বিশ্বব্যবস্থার দিকদর্শন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ছাড়া কোন উপায় নেই। মুমিনদের সুন্নী আন্দোলন গড়ে তোলা ও ধর্ম- জাতি নির্বিশেষে মানবতা বিশ্বাসী সব মানুষকে নিয়ে ইনসানিয়াত রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থা গড়ে তোলার মধ্যেই বাতেল জালেম অপশক্তির কবল থেকে সার্বিক মুক্তি এবং সত্য ও মানবতার বিজয় নিহিত ইনশাআল্লাহ। সত্য ও মানবতার জয় এবং মিথ্যা ও জুলুমের উৎখাতই পবিত্র কলেমার লক্ষ্য যার দায়িত্বে আমরা মুমিনগণ অঙ্গিকারাবদ্ধ এবং সত্য ও মানবতার পূর্ণাংগ কর্মসূচীতে আমাদের সবার সম্মিলিত অগ্রযাত্রাই এ অঙ্গিকার বাস্তবায়নের উপায়।

– হজরত ইমাম হায়াত আলাইহি রাহমা

(বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক)

শেয়ার করুন :