বায়হাকী শরীফ ও শোয়াবুল ঈমান শরীফ থেকে মেশকাত শরীফ প্রথম খন্ডঃ হাদিস শরীফ নংঃ ২৫২, হজরত আলী রাদিআল্লাহু আনহু থেকে বর্নিত, দয়াময় আল্লাহতাআলার হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম দ্বীন ও উম্মতদের রক্ষা ও সতর্কতায় এরশাদ করেছেন-
“মানুষের উপর এমন এক সময় আসবে যখন সর্বত্র কেবল ইসলামের নাম বলা হবে, কেবল কোরআনের কথা বলা হবে, তাদের মসজিদ সমূহ ভরপুর থাকবে, কিন্তু তাদের মধ্যে ঈমান ও হিদায়াত থাকবে না, তাদের আলেমরা হবে আকাশের নীচে সর্বাপেক্ষা মন্দ লোক যাদের নিকট থেকে প্রকাশিত হবে ফিতনা”
গুরূত্ত্বপূর্ণ এ হাদিস শরীফে ইসলামের নামধারী বাতেল ফেরকা ও শানে রেসালাতের খেলাফ ঈমানহীন দ্বীন বিকৃতিকারী বাতেল জালেম অপশক্তি দালাল পেশাদার স্বার্থন্বেষী আলেম বেশধারীদের সম্পর্কে সতর্ক করা হয়েছে। যাদের ঈমান থাকবেনা কিন্তু ভ্রষ্ট বিভ্রান্তকর এলেম ও বাহ্যিক আমল থাকবে প্রচুর এবং তারাই হবে ঈমান ধ্বংস ও দ্বীন বিকৃতির উৎস। সমাজ রাষ্ট্র সব জায়গায় ইসলামের নাম লাগানো হবে। দ্বীন বিকৃতি, শরীয়তের অপব্যবহার, আইন আমল ফতোয়ার বাড়াবাড়ি জবরদস্তি, কোরআনুল করীম ও হাদিস শরীফের অপব্যাখ্যা করা হবে। ঈমান দ্বীনের প্রকৃত পূর্ণাংগধারা তথা মহান প্রিয়নবীর প্রেম, মহামহিম পবিত্র আহলে বায়েতের ভালবাসা, মহান আওলিয়া কেরামের শ্রদ্ধা, মানবতার কল্যাণ-নিরাপত্তা-অধিকার থাকবেনা বরং ভূয়া ইসলামের নামে সব হরণ করে দয়াময় আল্লাহতাআলার পবিত্র নামে মানুষকে ধোকা দিবে এবং জুলুম করবে। শান্তিময় রহমতময় প্রকৃত ও পূর্ণাংগ ইসলাম উৎখাত করে খুন-জুলুম-অন্যায়-দস্যুতা-পাশবতা-বর্বরতা-স্বৈরতা কায়েম করা হবে। আলেমের বেশে নবী-অলি-ইমামদের শানে বেয়াদবী করবে। বাতেল ফেরকা বস্তুবাদী মতবাদ ও জুলুম স্বৈরদস্যু রাষ্ট্রব্যবস্থা তথা এজিদবাদের সহায়ক হয়ে দ্বীনের প্রকৃতধারা আহলে সুন্নাতের বিরূদ্ধে কাজ করবে, সকল কূফর- জুলুম চালিয়ে দিবে ইসলামের নামেই। মহান হাদিস শরীফের নির্দেশনা আলেম বেশে ও ইসলামের নামে যত কিছুই করা হোক কিম্বা যত আমলই থাকুক বাহ্যিক দেখে কোন বাতেল অপশক্তির দালাল ও ঈমানী আকিদা বিচ্যুত ও দ্বীনের পূর্ণাংগতা হানিকর কোন বাতেল ফেরকার বিকৃত কোন পথে না যাওয়া এবং ঈমান দ্বীনের প্রকৃত পূর্ণাংগ ধারায় ঐক্যবদ্ধ থাকা ও রক্ষা করা।
আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা
(বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা ও বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক)